গ্রেড 'সি' ফার্মাসিস্টদের (ফার্মেসী টেকনিশিয়ান) দায়িত্ব ও কর্তব্য

১। সরকার অনুমোদিত স্ট্যান্ডার্ড অনুযায়ী মডেল মেডিসিন শপ পরিচালনা করা,

২। গুড ডিসপেন্সিং প্রাকটিস (GDP) অনুসরণ করে মডেল মেডিসিন শপে ওষুধ বিক্রয় করা,

৩। মডেল মেডিসিন শপে ওষুধ ডিসপেন্সিং এর সময়ে কাউন্সিলিং করা,

৪। মডেল মেডিসিন শপে ওষুধের মজুদ ব্যবস্থাপনা করা,

৫। ক্রেতাকে ওষুধ দেয়ার সময় নিয়ম মেনে লেবেলিং করা,

৬। ঔষধ প্রশাসনের ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা,

৭। ঔষধ প্রশাসনের নোটিসে প্রদত্ত নির্দেশনা মেনে চলা এবং তা সংরক্ষণ করা,

৮। ঔষধ প্রশাসন কোনো ওষুধ নিষিদ্ধ করলে তা বিক্রি না করা;

৯। ঔষধ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধের ব্যবস্থাপনা করা,

১০। অননুমোদিত, নকল, ভেজাল এবং নিম্নমানের ওষুধ সংরক্ষণ ও বিক্রয় না করা,

১১। মডেল ফার্মেসীতে এ-গ্রেড ফার্মাসিস্ট-এর সহকারী হিসাবে কাজ করা। 

Comments

Popular posts from this blog

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

ইবনে সিনা (Ibn Sina)

ওষুধ আইন (The Drugs Act)