ফার্মাসিউটিক্যাল বিন্যাস (Pharmaceutical Formulation)

১. সরকারি

ক) সিএমএসডি-র মাধ্যমে ক্রয় ও বন্টন: স্বাস্থ্য অধিদপ্তরের (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধীনে সকল ধরনের ওষুধ, চিকিৎসা বিষয়ক ও অন্যান্য যন্ত্রপাতি এবং বিভিন্ন জিনিস ক্রয় করা, গ্রহণ করা, স্টোর ও বন্টন করার ক্ষেত্রে সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো মূল দায়িত্ব পালন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং অন্যান্যদের এবং দুর্যোগ ও জরুরী অবস্থায় সিএমএসডি সহায়তা দিয়ে থাকে।

খ) হাসপাতাল ও ইন্সটিটিউট দ্বারা সরাসরি ক্রয় করা

২. প্রাইভেট

প্রাইভেট সেক্টরে সারা দেশে ওষুধ বন্টনের জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করা হয়:

উৎপাদকের কাছ থেকে হাসপাতাল ও খুচরা ওষুধের বাজারে সরাসরি বন্টন;

উৎপাদকের কাছ থেকে পাইকারী ও খুচরা বিক্রেতার কাছে বা হাসপাতালে সরাসরি বন্টন;

পাইকারী থেকে খুচরা বিক্রেতা।

Comments

Popular posts from this blog

ওষুধ ব্যবহারের আগে কয়েকটি বিষয় লক্ষণীয়

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-jicA

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)