স্বাস্থ্যক্ষেত্রে পেশাজীবী সংগঠনসমূহ

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ);

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস)।

সারাদেশে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরসমূহের বিস্তৃত কাঠামো রয়েছে। পাবলিক/সরকারি বিভাগ বাদে বাংলাদেশে প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বিশাল একটি নেটওয়ার্ক রয়েছে এবং জনসংখ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ এই স্বাস্থ্যসেবা প্রদানকারীদের উপর নির্ভরশীল। এই নির্ভরতা সত্ত্বেও প্রাইভেট স্বাস্থ্যসেবার বৈশিষ্ট্য হচ্ছে বানিজ্যিকীকরণ এবং চাপিয়ে দেয়া প্যাথলজীক্যাল পরীক্ষা, অপ্রয়োজনীয় পদ্ধতি ও দামী ইনটেনসিভ ও কার্ডিয়াক কেয়ার ইউনিটের ব্যবহার। অনেক প্রাইভেট ক্লিনিককে সরকারি ডাক্তারদের উপর নির্ভর করতে হয়; কারণ তাদের যোগ্য নার্স ও সাহায্যকারী স্বাস্থ্য কর্মী নেই।

Comments

Popular posts from this blog

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

ইবনে সিনা (Ibn Sina)

ওষুধ আইন (The Drugs Act)