স্বাস্থ্য বিষয়ক সাংবিধানিক বিধান (Constitutional provisions on health)
দফা-১৫. মূলনীতি
রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে পরিকল্পিত অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে স্থায়ীভাবে উৎপাদনশীল জনশক্তি বাড়ানো এবং মানুষের বস্তুগত ও সাংস্কৃতিক মানসম্মত জীবনযাপনের ক্ষেত্রে এককভাবে উন্নয়ন ঘটিয়ে নাগরিক জীবনের মৌলিক চাহিদা, যেমন- অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা।
দফা-১৮. জনস্বাস্থ্য ও নৈতিকতা
১) রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পুষ্টির অবস্থা/মাত্রা উন্নীত করা ও জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো; বিশেষ করে, এলকোহল ও অন্যান্য নেশা জাতীয় পানীয় এবং মাদক যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেগুলোর ব্যবহার রোধকল্পে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে (আইনে বর্ণিত চিকিৎসা বা অন্য কোন উদ্দেশ্য ছাড়া)।
২) পেশাভিত্তিক যৌনকর্ম ও জুয়া বন্ধ করতে রাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে।
Comments
Post a Comment