ওষুধের ইতিহাস
প্রাচীনকালে মানুষ রোগমুক্তির জন্য যেসব ওষুধ ব্যবহার করতো তার অধিকাংশই ছিল ভেষজ । ভেষজ ওষুধের ইতিহাস মানব সভ্যতার মতই পুরোনো। বিভিন্ন প্রাচীন নথি-পত্রে প্রমাণ পাওয়া যায় যে, খ্রিস্টজন্মের বহু আগে থেকেই চীন, ভারত, মিশর,গ্রীস ইত্যাদি সভ্যতায় গাছ-গাছড়া, লতাপাতা থেকে তৈরি ওষুধ ব্যবহার করা হতো।
এবারস্ প্যাপিরাস' (Ebers' Papyrus ) হল এমনই এক প্রমাণ যা খ্রিস্টের জন্মের প্রায় ১৬০০ বছর আগে লিখিত। এটি একটি ৬০ ফুট লম্বা এবং ১ ফুট চওড়া কাগজের স্ক্রল যা অনায়াসে গুটিয়ে রাখা যায় । এতে আছে বিভিন্ন ধরনের ৭০০টি ওষুধের বর্ণনা এবং ৮০০টিরও বেশি ফর্মুলা যা চিকিৎসায় ব্যবহার করা হতো। এ সব ওষুধের মধ্যে রয়েছে এমন সব বিভিন্ন ওষুধের বর্ণনা যার অনেকগুলোই এমনকি বর্তমান শতাব্দীতেও ব্যবহার করা হয়।
Comments
Post a Comment