ইমহোটেপ (Imhotep)

ঐতিহাসিকরা ইমহোটেপ নামে খ্রিস্টপূর্ব প্রায় ২৭২৫ সালে (অর্থাৎ আজ থেকে প্রায় ৪৭৪৭ বছর আগে) জন্মগ্রহণকারী মিশরের একজন বিখ্যাত চিকিৎসকের সন্ধান পেয়েছেন যিনি মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরির কৌশল আবিস্কার করেন। 

পিরামিডের ভেতরে যে মমি পাওয়া যায় তা তিনি তৈরি করেছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। অসামান্য প্রতিভার ইমহোটেপ ছিলেন একজন মিশরীয় সম্রাট বা ফারাও। কিন্তু তিনি অতি সাধারণ পোশাক পরতেন এবং সাদাসিধা জীবনযাপন করতেন। তিনি ইতিহাসে একাধারে প্রথম স্থপতি, প্রথম প্রকৌশলী এবং প্রথম চিকিৎসক হিসেবে বিবেচিত। অনেক প্রাচীন কালের হওয়াতে তাঁর কর্মকান্ডের ব্যাপক বিবরণ পাওয়া যায় না। এবারস্ প্যাপিরাস অনুযায়ী তিনি অনেক গাছগাছড়া ওষুধ হিসাবে ব্যবহার করেছেন যার মধ্যে এসফাটিল্ডা, খেজুর, রসুন, ক্যাস্টর অয়েল ইত্যাদি রয়েছে। তিনি যুদ্ধে আহত সৈন্যদের হাড় জোড়া লাগানোর জন্য বিশেষ ব্যান্ডেজ ও লতাগুল্ম ব্যবহার করতেন। আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ইমহোটেপ কিভাবে এত জটিল চিকিৎসা করতেন তা ভাবতে বিস্ময় জাগে।

Comments

Popular posts from this blog

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

ইবনে সিনা (Ibn Sina)

ওষুধ আইন (The Drugs Act)