আল রাজী (Al Razi)
অন্যান্য সভ্যতার তুলনায় আরব চিকিৎসকদের ইতিহাস অত্যন্ত নবীন। মাত্র প্রায় ১,০০০ বছর পূর্বে এই চিকিৎসকরা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে তাঁদের অসামান্য জ্ঞান-প্রতিভার স্বাক্ষর রাখেন। এঁদের মধ্যে আল রাজী, ইবনে সিনা প্রমুখ ছিলেন অত্যন্ত উল্লেখযোগ্য। আল রাজী চিকিৎসার মূল ভিত্তি হিসাবে রসায়নকে গ্রহণ করেন।
তখন রসায়নকে বলা হতো 'আল-কেমি'। তিনি রসায়ন শাস্ত্রের বিখ্যাত বৈজ্ঞানিক ছিলেন। তিনিই প্রথম চিকিৎসা ক্ষেত্রে গাছগাছড়ার বদলে মূল উপাদান বা পিওর কেমিক্যাল ব্যবহার শুরু করেন। ইউরোপের বিজ্ঞানীরা আল রাজীকে 'র্যাজেস' নামে ডাকে। তিনি ৮৬৫ খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন। পেশাগতভাবে তিনি ছিলেন ইরাকের বাগদাদে অবস্থিত বিখ্যাত মুক্তাদারি হাসপাতালের প্রধান। তিনিই প্রথম গুটি বসন্ত ও হামের চিকিৎসা শুরু করেন। ফুলের পরাগ রেণু থেকেও যে এলার্জি হতে পারে তা তিনিই প্রমাণ করেন। এছাড়া তিনিই প্রথম অনুধাবন করেন যে, শরীরে রোগ বিকাশের সাধারণ প্রথম ধাপ হলো জ্বর। 'কিতাব আল মনসুরি', ‘আল-হাউয়ি’,‘মানলা ইয়াহ্দু আল-তাবীব' ইত্যাদি তাঁর বিখ্যাত গ্রন্থ।
Comments
Post a Comment