শুশ্রুত
একইভাবে খ্রিস্টপূর্ব প্রায় ৬০০ সালে শুশ্রুত তাঁর 'শুশ্রুত সংহিতা' বইতে ৭৬০ ধরনের ওষুধকে তাদের সাধারণ গুণ অনুযায়ী ৭টি গোষ্ঠীতে ভাগ করেন ।
প্রাচীন ভারতীয় সভ্যতায় চিকিৎসার পাশাপাশি তিনিই প্রথম অস্ত্রোপচার প্রবর্তন করেন। ভারতীয় সভ্যতায় তিনি অস্ত্রোপচার বা শল্যচিকিৎসায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি অস্ত্রোপচারে ব্যবহৃত ১২০টি বিভিন্ন যন্ত্রপাতির নকশা লিপিবদ্ধ করেন যা আজও অনুসরণ করা হয়। তিনি ছিলেন বেনারসের অধিবাসী, গঙ্গা নদীর তীরে ছিল তাঁর হাসপাতাল। চরক এবং শুশ্রুত যে কাজ করে গেছেন সেগুলোই আজকের আয়ুর্বেদীয় শাস্ত্রের ভিত্তি। ভারতীয় জনগণের একটি বড় অংশ এখনও আয়ুর্বেদীয় শাস্ত্রমতে চিকিৎসা গ্রহণ করে।
Comments
Post a Comment