ডিওসকোরাইডিস

ডিওসকোরাইডিস ৩০ খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে রোমে চলে যান এবং কালক্রমে সেখানে বিখ্যাত সম্রাট নিরোর প্রধান চিকিৎসক নিযুক্ত হন। 

সম্রাট ও সেনাবাহিনীর সাথে তিনি বিভিন্ন দেশে গিয়েছেন। কিন্তু যুদ্ধক্ষেত্রের চাইতে সেই সব দেশের চিকিৎসকদের সাথে কথা বলে তথ্য বিনিময়ে তিনি বেশি আগ্রহী ছিলেন। এভাবে তিনি বিভিন্ন দেশের সহস্রাধিক গাছগাছড়ার ছবি একে এগুলোর ওষুধি গুণাগুণের কথা লিপিবদ্ধ করে 'দ্য মেটেরিয়া মেডিকা' নামে বই লিখে গেছেন। পরবর্তীকালে তাঁর এই গ্রন্থ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও ভারতে অনেকগুলো ভাষায় অনুবাদ করা হয়। তাঁর মৃত্যুর দেড় হাজার বছর পরেও এই বইটি মেডিকেল ছাত্রদের পাঠ্য ছিল।

Comments

Popular posts from this blog

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-jicA

ইবনে সিনা (Ibn Sina)

ওষুধ ব্যবহারের আগে কয়েকটি বিষয় লক্ষণীয়