ওষুধের সঠিক ব্যবহার

কোন ব্যক্তি অসুস্থতা বোধ করা মাত্র ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন অনুযায়ী কোন ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় ও নির্দিষ্ট সময় মেনে ওষুধ ও পথ্য খাওয়া এবং ডাক্তার নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ খেতে বাধ্য থাকাকে ওষুধের সঠিক ব্যবহার বলে । যেমন, একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির (১৮ বছর বা অধিক) কোন ধরনের সংক্রমণ (Infection) হলে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) ৮ ঘন্টা অন্তর অন্তর দিনে ৩ বার করে ৭ দিন খেতে হবে। কোন রোগীর এ নিয়ম মেনে চলাকেই ওষুধের সঠিক ব্যবহার বলে । যদি কোন রোগী দিনে ৮ ঘন্টা অন্তর ওষুধটি না খান এবং নির্দেশিত সময় অর্থাৎ ৭ দিন পর্যন্ত গ্রহণ না করেন তবে এটাকে ওষুধের অপব্যবহার হিসাবে গণ্য করা হবে।

রোগীর এ ধরনের ভুল প্রায়শ হয়ে থাকে। এই ভুলগুলো রোধ করা ফার্মাসিস্টের দায়িত্ব । ফার্মাসিস্টরা হচ্ছেন ওষুধ বিশেষজ্ঞ বা ড্রাগ এক্সপার্ট যিনি ওষুধের ব্যবহার সম্পর্কে ভাল জ্ঞান রাখেন। ওষুধের অপব্যবহারের কারণসমূহ নিম্নরুপ:

(১) প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয়/বিক্রয় করলে, যেমন এন্টিবায়োটিক জাতীয় সব ওষুধ, হার্টের ওষুধ ইত্যাদি; ওষুধ, কিডনি রোগের ওষুধ ইত্যাদি। 

(২) প্রেসক্রিপশনে বর্ণিত ওষুধের মাত্রা অনুযায়ী না খেলে ওষুধের অপব্যবহার হবে;

(৩) প্রেসক্রিপশনে বর্ণিত সময় অনুযায়ী ওষুধ না খেলে ওষুধের অপব্যবহার হবে, ওষুধ যথার্থভাবে শরীরে কাজ করবে না এবং নতুন জটিলতার সৃষ্টি করবে;

(৪) প্রেসক্রিপশনে বর্ণিত ও নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ না খেলে ওষুধের অপব্যবহার হবে।

Comments

Popular posts from this blog

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

ইবনে সিনা (Ibn Sina)

ওষুধ আইন (The Drugs Act)