ওষুধের সঠিক ব্যবহার

কোন ব্যক্তি অসুস্থতা বোধ করা মাত্র ডাক্তারের পরামর্শ বা প্রেসক্রিপশন অনুযায়ী কোন ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় ও নির্দিষ্ট সময় মেনে ওষুধ ও পথ্য খাওয়া এবং ডাক্তার নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ খেতে বাধ্য থাকাকে ওষুধের সঠিক ব্যবহার বলে । যেমন, একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির (১৮ বছর বা অধিক) কোন ধরনের সংক্রমণ (Infection) হলে ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী এমপিসিলিন (৫০০ মি.গ্রা.) ৮ ঘন্টা অন্তর অন্তর দিনে ৩ বার করে ৭ দিন খেতে হবে। কোন রোগীর এ নিয়ম মেনে চলাকেই ওষুধের সঠিক ব্যবহার বলে । যদি কোন রোগী দিনে ৮ ঘন্টা অন্তর ওষুধটি না খান এবং নির্দেশিত সময় অর্থাৎ ৭ দিন পর্যন্ত গ্রহণ না করেন তবে এটাকে ওষুধের অপব্যবহার হিসাবে গণ্য করা হবে।

রোগীর এ ধরনের ভুল প্রায়শ হয়ে থাকে। এই ভুলগুলো রোধ করা ফার্মাসিস্টের দায়িত্ব । ফার্মাসিস্টরা হচ্ছেন ওষুধ বিশেষজ্ঞ বা ড্রাগ এক্সপার্ট যিনি ওষুধের ব্যবহার সম্পর্কে ভাল জ্ঞান রাখেন। ওষুধের অপব্যবহারের কারণসমূহ নিম্নরুপ:

(১) প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ক্রয়/বিক্রয় করলে, যেমন এন্টিবায়োটিক জাতীয় সব ওষুধ, হার্টের ওষুধ ইত্যাদি; ওষুধ, কিডনি রোগের ওষুধ ইত্যাদি। 

(২) প্রেসক্রিপশনে বর্ণিত ওষুধের মাত্রা অনুযায়ী না খেলে ওষুধের অপব্যবহার হবে;

(৩) প্রেসক্রিপশনে বর্ণিত সময় অনুযায়ী ওষুধ না খেলে ওষুধের অপব্যবহার হবে, ওষুধ যথার্থভাবে শরীরে কাজ করবে না এবং নতুন জটিলতার সৃষ্টি করবে;

(৪) প্রেসক্রিপশনে বর্ণিত ও নির্দেশিত দিন পর্যন্ত ওষুধ না খেলে ওষুধের অপব্যবহার হবে।

Comments

Popular posts from this blog

ওষুধ ব্যবহারের আগে কয়েকটি বিষয় লক্ষণীয়

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-jicA

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)