ওষুধের সঠিক ব্যবহারে ফার্মাসিস্টের দায়িত্ব ও কর্তব্য

(১) প্রথমে প্রেসক্রিপশনটি নির্ভুলভাবে পড়তে ও বুঝতে হবে:

(২) ওষুধের নাম, ওষুধের ধরন (Dosage Form), ওষুধের মাত্রা (Dose), কতবার খেতে হবে (Doses Frequency) এবং কতদিন (Course) তা পড়ে দেখতে হবে;

(৩) প্রেসক্রিপশনে কোন পথ্য নির্দেশনা আছে কিনা তা পড়ে দেখতে হবে;

(৪) কোন এন্টিবায়োটিকের নাম লেখা আছে কিনা দেখতে হবে;

(৫) কোন জটিল রোগ যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের ওষুধের নাম আছে কিনা দেখতে হবে;

(৬) কোন ধরনের রোগী যেমন শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, বয়োজ্যেষ্ঠ ইত্যাদি বিবেচনা করতে হবে।

Comments

Popular posts from this blog

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

ইবনে সিনা (Ibn Sina)

ওষুধ আইন (The Drugs Act)