হিপোক্রেটিস্ (Hippocrates)

ওষুধ বিজ্ঞানের ইতিহাসে ইউরোপের বিশেষ করে গ্রিস ও রোমের চিকিৎসকদের অবদান সুবিদিত। তাঁদের মধ্যে হিপোক্রেটিস্, ডিওসকোরাইডিস্, গ্যালেন প্রমুখ অত্যন্ত উল্লেখযোগ্য। হিপোক্রেটিস এতোই বিখ্যাত যে তাঁকে ইউরোপ মহাদেশের বিজ্ঞানীরা ‘ফাদার অব্ মেডিসিন' নামে অভিহিত করেন। 

তিনি খ্রিস্টপূর্ব ৪২৫ সালে গ্রিসে জন্মগ্রহণ করেন। তাঁর লিখিত বইয়ের নাম 'ম্যাটেরিয়া মেডিকা' যা তাঁর মৃত্যুর বহু বছর পর পর্যন্ত মেডিক্যাল কলেজগুলোতে পড়ানো হতো। বইটিতে অসংখ্য গাছগাছড়াজাত ওষুধ, সেগুলো তৈরির প্রক্রিয়া, সেবনবিধি ও মাত্রা ইত্যাদি রয়েছে। তিনি চিকিৎসকদের নৈতিকতার ওপর খুব জোর দিতেন। যে কারণে নবীন চিকিৎসকদের পেশায় প্রবেশকালে নৈতিকতার শপথ নেয়ার জন্য ‘হিপোক্রেটিক ওথ' রচনা করেন, যা আজো পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়।

Comments

Popular posts from this blog

ইবনে সিনা (Ibn Sina)

দ্যা বেঙ্গল ড্রাগ রুলস (The Bengal Drugs Rules)

ওষুধ আইন (The Drugs Act)