মাল্টিল্যাটেরাল এজেন্সি বা বহুমাত্রিক সংস্থা (Multilateral agencies or multilateral organizations)
যেসব এজেন্সির অর্থ সাহায্য বিভিন্ন দেশের সরকার ও অন্যান্য উৎস হতে প্রাপ্ত তাকে মাল্টিল্যাটেরাল এজেন্সি বা বহুমাত্রিক সংস্থা বলা হয়। এই ধরনের অধিকাংশ সংস্থার উৎপত্তি জাতিসংঘ হতে। বাংলাদেশে যেসব বহুমাত্রিক সংস্থা স্বাস্থ্য-সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করছে তারা হলো ঃ
> বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (সংক্ষেপে WHO );
> জাতিসংঘের শিশু তহবিল বা ইউনিসেফ।
> বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক,
> জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ তহবিল বা ইউএনএফপিএ।
> জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি।
Comments
Post a Comment