এনজিও (NGO)

বাংলাদেশে সরকার নিবন্ধিত প্রায় ৪০০ (চারশত) এন.জি.ও. বা বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্নভাবে দেশের মানবসম্পদ উন্নয়নে নানাবিধ কাজ করছে। এসব সংস্থা, বিভিন্ন দেশী-বিদেশী দাতা সংস্থা থেকে তাদের অর্থ যোগান নিশ্চিত করে এবং বিভিন্ন গ্রাম এলাকায় নানাবিধ কর্মসূচি ও স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন কর্মশালা পরিচালনা করে। 

বাংলাদেশে কার্যরত এন.জি.ও.দের মধ্যে নিম্নোক্ত সংস্থাগুলি বিশেষভাবে পরিচিতঃ

সেভ দ্যা চিলড্রেন:

* এমএসএইচ;

* গ্রামীণ ব্যাংক;

* ব্র্যাক;

* টিএমএসএস;

* আশা;

* কারিতাস ইত্যাদি।

Comments

Popular posts from this blog

ওষুধ ব্যবহারের আগে কয়েকটি বিষয় লক্ষণীয়

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-jicA

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP)