ঔষধ প্রশাসন অধিদপ্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের ওষুধ নিয়ন্ত্রণকারী দপ্তর। The Drugs Act, 1940; The Drugs Act, 1945; The Bengal Drugs Rules, 1946; The Drugs (Control) Ordinance, 1982; The Drugs (Control) (Amendment) Ordinance, 1982; The Drugs (Control) (Amendment) Ordinance, 1984; and Drugs (Control) (Amendment) Act, ২০০৬- সমূহের মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তর তার দায়িত্বসমূহ পালন করে থাকে। কিছু বিশেষ অবস্থায়, ঔষধ প্রশাসন অধিদপ্তর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও মোবাইল কোর্ট আইন ২০০৯ প্রয়োগ করে থাকে। ঔষধ প্রশাসন অধিদপ্তর আয়ুর্বেদিক, ইউনানী, ভেষজ ও হোমিওপ্যাথিক ব্যবস্থার ওষুধসহ সব ধরনের ওষুধ ও চিকিৎসা বিষয়ক যন্ত্রের আমদানি; কাচামাল ও মোড়কীকরণের উপকরণসমূহ ক্রয়; সম্পূর্ণ তৈরি ওষুধের উৎপাদন; আমদানি, রপ্তানী, বিক্রয়, দাম নির্ধারণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। বর্তমানে দেশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অধীনে ৫৫টি জেলা অফিস আছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের সকল অফিসার 'ড্রাগ ইন্সপেক্টর' হিসাবে ওষুধ আইন অনুসরণ করে এবং তাদের দায